৪৯ আরোহী নিয়ে নিখোঁজ রাশিয়ান যাত্রীবাহী বিমান

অ্যান্টোনভ অ্যান-২৪
রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের আমুরে ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার ব্লাগোভেশচেনস্ক থেকে তিন্দার পথে রওনা হওয়ার পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ।
বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু। এছাড়া ছয়জন ক্রু সদস্যও ছিলেন। ব্লাগোভেশচেনস্ক থেকে তিন্দা পর্যন্ত প্রায় ৫৭০ কিলোমিটার দূরত্বের এই ফ্লাইটে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি নিখোঁজ হয়।
জরুরি সেবা সংস্থাগুলোর বরাতে জানা গেছে, গন্তব্যের কয়েক কিলোমিটার দূরে এসে বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে শুরু হয় উদ্ধার ও অনুসন্ধান অভিযান। তবে বিমানটি যে এলাকায় নিখোঁজ হয়েছে, তা প্রধানত ঘন টাইগা (বোরিয়াল বন) দিয়ে আচ্ছাদিত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
নিখোঁজ বিমানটি ছিল অ্যান্টোনভ অ্যান-২৪ মডেলের টুইন টার্বোপ্রপ বিমান, যা ১৯৫০-এর দশকে ডিজাইন করা হয়। মডেলটি মূলত পণ্য ও যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছে এবং এখন পর্যন্ত এক হাজারের বেশি ইউনিট উৎপাদিত হয়েছে।
বর্তমানে রাশিয়ায় সীমিত পরিসরে এই মডেলের বিমান ব্যবহার হচ্ছে। নিখোঁজ বিমানটি ছিল আঙ্গারা এয়ারলাইন্সের বহরে, যারা ফার ইস্ট ও পূর্ব সাইবেরিয়ার বিভিন্ন রুটে বিমানসেবা প্রদান করে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।
– আরটি থেকে
আপনার মতামত লিখুন