‘অজ্ঞান পার্টি’র খপ্পরে উপসচিব

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৮
‘অজ্ঞান পার্টি’র খপ্পরে উপসচিব

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম 

বাসের মধ্যে ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫)। মধ্যরাতে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা হামজা এক্সপ্রেস নামে একটি বাসে তিনি এ ঘটনার শিকার হন।

তাদের ঢাকার বাসা মিরপুরে। আর গ্রামের বাড়ি কুমিল্লায়। পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়ে ঢাকায় ফিরছিলেন দিলীপ কুমার।

সোমবার (৩০ ডিসেম্বর) তেজগাঁও থানার উপ-পরিদর্শক (পিএসআই) শুকহরি মধু বাংলানিউজকে জানান, গতরাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে চেকপোস্টে ডিউটি করছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে। গাড়িটির স্টাফরা তাকে জানান, বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে আছেন। জানতে পারেন, ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। ঢাকার সায়দাবাদে তার নামার কথা ছিল। সায়েদাবাদে যখন বাসের সুপারভাইজার তাকে নামানোর জন্য ডাকাডাকি করেন তখন তার কোনো সাড়াশব্দ মিলছিল না।

বাসের স্টাফদের ভাষ্যে, চট্টগ্রাম থেকে আসার পথে তার পাশে আরও এক ব্যক্তি বসেছিলেন। যাকে দেখে মনে হয়েছিল তাদের মধ্যে কোনো পরিচয় রয়েছে। তবে সায়েদাবাদ আসার পরে পাশের ওই ব্যক্তিকে আর দেখা যায়নি। এছাড়া দিলীপ কুমারের ব্যাগে একটি বাটন ফোন আর ভিজিটিং কার্ড ছাড়া কিছুই পাওয়া যায়নি।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিসিনে বিভাগে ভর্তি করা হয় উপসচিবকে।

উপপরিদর্শক আরও জানান, তার ব্যাগে থাকা ভিজিটিং কার্ডের সূত্র ধরে জানা যায়, তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব। পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও হাসপাতালে আসেন।