বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক

ডেস্ক নিউজ
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৫, ১১:২৪
বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

পুলিশ, র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‌্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন এর সিদ্ধান্ত হয়েছে এবং নির্ধারণ হয়ে গেছে। তিনটি পোশাক সিলেক্ট করা হয়েছে এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে।