সামাজিক মাধ্যমে থাকা কন্যা রাহার সব ছবি মুছে ফেলেছেন আলিয়া

ডেস্ক নিউজ
প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ৬:০২
সামাজিক মাধ্যমে থাকা কন্যা রাহার সব ছবি মুছে ফেলেছেন আলিয়া

বিনোদেন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট কন্যা রাহাকে নিয়ে নানা ছবি পোস্ট করতেন নিজের সামজিক মাধ্যমে। কিন্তু হঠাৎ নিজের সামাজিক মাধ্যম থেকে রাহার সব ছবি মুছে দিলেন অভিনেত্রী।

কী এমন হলো যে এ সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট?

এ নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। রাহার মুখ দেখা যাচ্ছে, এমন সব ছবিই প্রায় মুছে দিয়েছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমের মধ্যে আলিয়া ভাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল রাহা কাপুরের ছবি বেশি ছিল।

এমনকি জামনগর ও প্যারিসে গিয়ে তোলা একাধিক ছবিও আর নেই আলিয়ার সামাজিক মাধ্যমে।

রাহার একটি ছবিই শুধু রয়েছে। নতুন বছর উদযাপনের আগে ছবিটি পোস্ট করেছিলেন আলিয়া। রণবীর ও আলিয়ার কোলে ছোট্ট রাহা রয়েছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে না তার মুখ।

আলিয়ার অনুরাগীরা মনে করছেন, নিরাপত্তার খাতিরেই রাহার সব ছবি সরিয়ে দিয়েছেন তিনি।

অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পরেই নাকি আরও বেশি করে সতর্ক হয়েছেন আলিয়া। তাই সব ছবি মুছে দিয়েছেন তিনি।