রাজনীতিতে বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে- সেলিমা রহমান

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ৫:০৪
রাজনীতিতে বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে- সেলিমা রহমান

নির্বাচনের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের রাজনীতিতে আবারও বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু জনগণ তা হতে দেবে না।

আজ (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা”-য় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এটি স্পষ্টতই গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাদের লক্ষ্য—গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। এজন্য সব ধরনের গ্রুপিং পরিহার করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তার মতে, নারীদের মধ্য দিয়েই এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

কর্মশালায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং