এলএনজি, ভোজ্যতেল, চাল ও সার কিনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও অর্থনৈতিক চাহিদা মেটাতে সরকার ২০২৫ সালের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পণ্য কিনতে বড় পরিসরে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ১৫তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জানা যায় সভায়, ২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার মেট্রিক টন চাল এবং ৭০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে স্পট মার্কেট থেকে যুক্তরাজ্যের এম/এস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে। যার মূল্য প্রায় ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা।
অন্যদিকে, এম/এস গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে। যার দাম পড়বে প্রায় ৫৬৯ কোটি ২৯ লাখ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে টিসিবি স্থানীয় ওপেন টেন্ডার পদ্ধতিতে ঢাকার তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কিনবে। যার মোট মূল্য প্রায় ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা।
এছাড়া, টিসিবি স্থানীয় ওপেন টেন্ডার পদ্ধতিতে ঢাকার সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। যার মূল্য প্রায় ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৫ দশমিক ৮৫ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে সরকার ভারতের এম/এস পাট্টাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক ওপেন টেন্ডার পদ্ধতিতে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে। এতে ব্যয় হবে প্রায় ২৪০ কোটি ৮০ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৯৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি সৌদি আরবের মা’আদেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার জন্য ব্যয় প্রায় ৩০৩ কোটি ৭৮ লাখ টাকা এবং প্রতি টনের দাম পড়বে ৬২২ দশমিক ৫০ মার্কিন ডলার।
এছাড়া, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় পঞ্চম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কিনবে বিএডিসি। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬২ কোটি ৮৭ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৪৫ মার্কিন ডলার।
আপনার মতামত লিখুন