‘ডিপোর্ট ট্রাম্প টু এল সালভাদর’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ৩:৫৮
‘ডিপোর্ট ট্রাম্প টু এল সালভাদর’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করা হয়েছে। অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতিবিরোধী হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও শিকাগোসহ প্রধান শহরগুলোতে স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) এই বিক্ষোভ হয়। এ সময় সেখানকার সড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে ও ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন।

হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কয়ারে এক বিক্ষোভকারী বলেন, ‘ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করেছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি।’

কোনো কোনো বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিয়াহ গলায় জড়াতে দেখা গেছে। অনেকে ‘ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত’ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের মধ্যে কাউকে কাইকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে।