ডিএনসিসির নগর স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার উদ্যোগ

সরকারি ও বেসরকারি সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট গঠনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, নগর স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে।
মঙ্গলবার গুলশান-২ নগর ভবনের সম্মেলন কক্ষে বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক প্রতিনিধি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
প্রশাসক বলেন, বৃষ্টির কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাসাবাড়িতে এডিস মশার লার্ভা জন্মায়, কিন্তু নিরাপত্তার কারণে আমাদের কর্মীরা সেখানে ঢুকতে পারে না। তাই সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হবে। এরপর বাড়িতে লার্ভা পেলে জরিমানা করা হবে।
মাঠ পর্যায়ের কর্মীদের প্রকৃত বিল না পাওয়ার বিষয়টি তুলে ধরে মোহাম্মদ এজাজ বলেন, কর্মীদের নাম মাত্র ৬-৮ হাজার টাকা দেওয়া হয়, অথচ বিল হয় ১৭-১৮ হাজার টাকা। এতে প্রায় কোটি টাকার দুর্নীতি হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরাসরি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন ওয়েবসাইটে ওষুধ ছিটানো কর্মীদের নাম ও মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। এলাকাবাসী চাইলে অনিয়ম হলে জানাতে পারবেন। অনিয়ম পেলে সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা হবে।
আপনার মতামত লিখুন