পারভেজ হত্যা মামলা : মাহাথির চট্টগ্রামে, মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ২:১৪
পারভেজ হত্যা মামলা : মাহাথির চট্টগ্রামে, মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার দুই গুরুত্বপূর্ণ আসামি মাহাথির হাসান ও মেহেরাজ ইসলামকে চট্টগ্রাম ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ারের একটি বাসা থেকে ডিএমপির বনানী থানা পুলিশ হালিশহর থানা পুলিশের সহায়তায় মাহাথিরকে গ্রেপ্তার করে। তিনি মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

একই দিনে দুপুরে গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর সমন্বিত অভিযানে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে মঙ্গলবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় মামলার পাঁচ নম্বর এজাহারনামীয় আসামি হৃদয় মিয়াজিকে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। ২১ এপ্রিল রাতে মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আল কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে।

এই পর্যন্ত মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত।

প্রসঙ্গত, পারভেজ হত্যাকাণ্ড দেশের শিক্ষাঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে। মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সংগঠনের ভূমিকাও এখন তদন্তের আওতায়।