সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান ঢাকায় ডিবির হাতে গ্রেফতার 

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ২:৩৩
সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান ঢাকায় ডিবির হাতে গ্রেফতার 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিুজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শতকোটি টাকার মালিক আজাদ হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাকে শান্তিনগর বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে সম্পদ অর্জন, ব্যবসায়ীক পার্টনারদের সাথে প্রতারনার মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলাকারীদের অন্যতম হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে ঢাকা থেকে সিলেটে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চেয়ারম্যান আজাদ হোসেনকে ঢাকার শান্তিনগর বাসা থেকে গ্রেফতার করে ডিসি রমনা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা গুলিবর্ষণ ভাংচুর, লুটপাটসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে রমনা জোনের ডিসি ডিবি হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। আরও জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ দলীয় বালিজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন অবৈধভাবে শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালকের বরাবরে একটি লিখিত অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। বিষয়টি তদন্ত করে দুদককে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন এক ব্যক্তি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয় যে, বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন মাহতাবপুর গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে (গত ১৬ বছরে) প্রভাব খাটিয়ে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এগুলোর মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের মরাটিলা এলাকায় ২১ শতাংশ জমির ওপর বিলাসবহুল ছয়তলা একটি ভবন আছে। জমিসহ ভবনটির দাম প্রায় ২৫ কোটি টাকা।

এ ছাড়া সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, হাসননগরসহ বিভিন্ন এলাকায় তাঁর নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে বাসাবাড়ি ও জমি আছে। গত পাঁচ বছরে স্ত্রীর নামে অন্তত ৫০ একর জায়গা কিনেছেন; যার দাম ১০ কোটি টাকা। এ ছাড়া জলমহাল ও বালুমহাল থেকে শুরু করে নামে—বেনামে সম্পদ আছে। অভিযোগে আরও বলা হয়, তাহিরপুর উপজেলা সদরে আজাদ ২ কোটি টাকায় একটি দোকান কেনার পাশাপাশি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২০ একর জায়গার ওপর ২০ কোটি টাকা ব্যয়ে মোরগ ও ডিম উৎপাদনের খামার তৈরি করেছেন।

সেই সঙ্গে সিলেট সদর উপজেলার সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজাদের একটি সিএনজি পেট্রলপাম্প নির্মাণাধীন। রাজধানী ঢাকাতেও তাঁর অত্যাধুনিক একটি ফ্ল্যাট আছে। ২০২২ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জায়গা দখলের অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকতার্।

এ ব্যাপারে ঢাকা রমনা সার্কেলের ডিবি ডিসি হুমায়ুন কবির চেয়ারম্যান আজাদ হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট পুলিশের কাছে হস্তান্তর করা হবে।