ফারুকীকে বিতর্কিত প্রশ্ন: তিন সাংবাদিক বরখাস্ত, দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ

সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে “জুলাই গণহত্যা” নিয়ে করা বিতর্কিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংবাদ কার্যক্রম স্থগিত করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া সাংবাদিকরা হলেন—এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার রহমান মিজান এবং চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসার।
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “অফিস শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য পূর্বেও আপনাকে একাধিকবার সতর্ক ও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পুনর্বহালের পরও পেশাগত দায়িত্বে গাফিলতি করায় আপনাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো।”
একই দিনে দীপ্ত টিভির পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিক বরখাস্তের ঘোষণা দিয়ে বলা হয়, “আপনার পাওনা পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে। কাজী মিডিয়া লিমিটেড থেকে আপনি চূড়ান্তভাবে অব্যাহতি পেয়েছেন।”
এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে “জুলাই গণহত্যা” সংক্রান্ত প্রশ্ন করেন এটিএন বাংলার প্রতিনিধি ফজলে রাব্বি। প্রশ্নটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্নের ভাষা ও উদ্দেশ্য নিয়ে আপত্তি তোলেন। ঘটনার পরদিনই সংশ্লিষ্ট তিন সাংবাদিক চাকরি হারালেন।
এদিকে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে, তবে চ্যানেলের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ঘটনা নিয়ে এখনো সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন