গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে দুর্বৃত্তদের হামলা

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ১০–১২টি মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা গাড়িটির সামনে ও চারপাশে আক্রমণ চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহ আহত হন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সেদিন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত তার গাড়ি ঘিরে ফেলে হামলা চালায়।
আহত অবস্থায় দ্রুত গাড়ি চালিয়ে তিনি গাজীপুর বোর্ড বাজারে ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে আশ্রয় নেন। সেখানে মুহূর্তেই শতাধিক লোক জড়ো হয়। পরে পুলিশ এসে নিরাপত্তা নিশ্চিত করলে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান বলেন, দুর্বৃত্তদের হামলায় গাড়ির কাচ ভেঙে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।
হামলার খবর ছড়িয়ে পড়লে এনসিপির শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ফেসবুক পেজে লিখেন, হাসনাত ভাইয়ের গাড়িতে গাজীপুরে ১০–১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির কাচ ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, অনুগ্রহ করে তাকে রক্ষা করুন।
তিনি হামলার স্থানের লোকেশনসহ ভাঙা গাড়ির ও আহত হাতের ছবি প্রকাশ করেন।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও লিখেছেন, চান্দনা চৌরাস্তা এলাকায় আমাদের সংগঠক হাসনাত ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের নভেম্বরে রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল।
আপনার মতামত লিখুন