রপ্তানিতে ধাক্কা: এপ্রিলে অর্থবছরের সর্বনিম্ন আয়

ডেস্ক নিউজ
প্রকাশ: ৭ মে, ২০২৫, ৩:১৮
রপ্তানিতে ধাক্কা: এপ্রিলে অর্থবছরের সর্বনিম্ন আয়

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসের মধ্যে এপ্রিল মাসে সর্বনিম্ন রপ্তানি আয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এ মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩০১ কোটি ৬৬ লাখ ডলার, যা আগের মাস মার্চের তুলনায় প্রায় ১২৪ কোটি ডলার কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত মার্চে রপ্তানি আয় ছিল ৪২৫ কোটি ডলার। আর চলতি অর্থবছরে এর আগে সর্বনিম্ন আয় হয়েছিল গত সেপ্টেম্বরে—৩৫২ কোটি ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, এই বড় ধাক্কার পেছনে যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক বৃদ্ধির পাশাপাশি ঈদের দীর্ঘ ছুটির প্রভাব রয়েছে। গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দেন, যার ফলে বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বড় বাজার হওয়ায় এতে নেতিবাচক প্রভাব পড়েছে বলেই ধারণা।

তবে রপ্তানি কমলেও সামগ্রিক প্রবৃদ্ধিতে আশার কিছু জায়গা আছে। গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে দশমিক ৮৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল মাসে আয় হয়েছিল ২৯৯ কোটি ডলার।

পোশাক খাতেও সামান্য প্রবৃদ্ধির চিত্র মিলেছে। এপ্রিল মাসে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে ২৩৯ কোটি ডলার, যা মার্চ মাসের তুলনায় দশমিক ৪২ শতাংশ বেশি। মার্চে এ খাতে আয় ছিল ২৩৮ কোটি ডলার।

রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রকৃত প্রভাব বুঝতে ইপিবির দেশভিত্তিক রপ্তানি তথ্য হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে রপ্তানি খাতের জন্য তা আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।