দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছেড়েছেন ওই সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাত ১১টার দিকে আবদুল হামিদ বিমানবন্দরে পৌঁছান। এরপর ইমিগ্রেশন কাউন্টারে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে দেশত্যাগের ছাড়পত্র দেওয়া হয়।
প্রথমিকভাবে জানা গেছে, তিনি চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড গিয়েছেন। যদিও তার এই সফর পূর্বনির্ধারিত ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ফ্লাইটে আবদুল হামিদের সঙ্গে কেউ ছিলেন কি না—তা নিয়ে ভিন্নমত রয়েছে। একাধিক সূত্র বলছে, তিনি একা ছিলেন, তবে কেউ কেউ দাবি করছেন, তার পরিবারের কয়েকজন সদস্য তার সঙ্গে ছিলেন। বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন