পুঁজিবাজারে সংকট, সিদ্ধান্ত নিতে রবিবার প্রধান উপদেষ্টার বৈঠক

দেশের পুঁজিবাজারের চলমান অস্থিরতা ও বিনিয়োগকারীদের ক্ষতির প্রেক্ষাপটে উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী রোববার (১২ মে) দুপুর ১২টায় তাঁর সরকারি বাসভবন ‘যমুনা’-তে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারে দীর্ঘদিনের অস্থিরতায় পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। তাঁরা বারবার প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে আসছিলেন। বিনিয়োগকারীদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে অবশেষে সংশ্লিষ্ট মহলকে নিয়ে আলোচনায় বসছেন সরকারপ্রধানের দায়িত্বে থাকা ইউনূস।
এই বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম। তিনি জানান, ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুঁজিবাজার সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বৈঠকে অংশ নিয়ে আবার কাতারে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রওনা হবেন বিএসইসি চেয়ারম্যান।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।
উল্লেখ্য, গত ৫ মে যুক্তরাষ্ট্র ও কাতার সফরে যান বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিচ্ছেন, যা ৯ মে পর্যন্ত চলবে।
চলমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সভাকে বিনিয়োগকারীরা একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন