‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন ১২ মা

বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবারও ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করতে যাচ্ছে। এ বছর এ সম্মাননার এক যুগ পূর্তি। এই বিশেষ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সফল ১২ জন সন্তানের মাকে দেওয়া হবে এই স্বীকৃতি।
হাসপাতালের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, ১১ মে (রবিবার) ঢাকার মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
শোবিজ অঙ্গনের তিন গুণী সন্তানের মা এবার এই তালিকায় রয়েছেন। অভিনয়শিল্পী সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গায়িকা দিলশাদ নাহার কনার মা ‘গরবিনী মা সম্মাননা ২০২৫’-এ ভূষিত হবেন।
এছাড়া প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা এবং বিশেষ ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সন্তানের মায়েদেরও এ সম্মান জানানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি প্রীতি চক্রবর্ত্তী।
আপনার মতামত লিখুন