লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে মারধর: ভিডিও ভাইরাল, অভিযুক্ত যুবক আটক

ছবি - ভিডিও থেকে
মুন্সীগঞ্জে একটি লঞ্চে দুই তরুণীকে কোমরের বেল্ট দিয়ে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক নেহাল আহাম্মেদ জিহাদকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ মে) বেলা দেড়টার দিকে তাকে সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান ওসি সাইফুল আলম।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙর করা তিনতলা লঞ্চ ‘এম ভি ক্যাপ্টেন’-এ এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আনুমানিক ১৫-১৭ বছর বয়সী এক তরুণীকে লঞ্চের সামনের অংশে নিয়ে বেল্ট দিয়ে বারবার পেটাচ্ছে এক যুবক। আশপাশে থাকা ৫০-৬০ জন পুরুষ দর্শনার্থী এ ঘটনার ভিডিও করতে করতে উল্লাস করছিল এবং স্লোগান দিচ্ছিল।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৩০০-৪০০ জন তরুণ-তরুণী ‘পিকনিক’ করতে লঞ্চটি ভাড়া করে। চাঁদপুর ঘুরে ফেরার পথে মুন্সীগঞ্জ ঘাটে নেমে কিছু যাত্রী খাবার সংগ্রহে গেলে ঘাটে থাকা স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে লঞ্চে উঠে পড়ে। এর জেরে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে লঞ্চে থাকা যাত্রীদের দাবি, তাদের মারধরের পাশাপাশি মোবাইলসহ ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়।
সদর থানার ওসি জানান, এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, তবে ভুক্তভোগীরা অভিযোগ দেবে বলে জানিয়েছে। বিষয়টি তদন্ত করছে নৌ পুলিশ।
আপনার মতামত লিখুন