প্রচারণা, প্রতীক ও প্রতিশ্রুতি, কবরস্থানের সভাপতি নির্বাচনে ভোট যুদ্ধ

কবরস্থানে নেতৃত্বের লড়াইয়ে উত্তপ্ত চাটমোহর, ছবি - নিউজনেক্সট।
পাবনার চাটমোহরে ব্যতিক্রমী এক নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি, স্থানীয় একটি কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদে সরাসরি ভোটগ্রহণ হতে যাচ্ছে।
উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন সভাপতি নির্বাচন নিয়ে স্থানীয়ভাবে সৃষ্টি হয় টানাপোড়েন। একাধিক ব্যক্তি সভাপতি পদে আগ্রহ প্রকাশ করলে দ্বন্দ্ব তৈরি হয়, বিশেষ করে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে।
উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে, বিষয়টি গড়ায় চাটমোহর থানায়। এলাকাবাসী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দাবি জানান, ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। এরপর ওসির পরামর্শে গঠিত হয় সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, যার নেতৃত্বে আছেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।
ইতোমধ্যে তিন গ্রামের প্রতিটি পরিবারের একজন পুরুষ সদস্যকে ভোটার করে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, যেখানে মোট ভোটারের সংখ্যা ৮০০। আগামী ২৪ মে (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চালাচ্ছেন প্রচারণা। জাতীয় নির্বাচনকেও হার মানানো এই প্রচার-প্রচারণায় দেওয়া হচ্ছে উন্নয়ন প্রতিশ্রুতি ও আপ্যায়ন। এতে করে পুরো উপজেলায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী, আব্দুল কুদ্দুস (প্রতীক: ছাতা) ও শরিফুল ইসলাম (প্রতীক: চেয়ার)। প্রত্যেকে ৩০ হাজার টাকা করে জমা দিয়ে মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন পরিচালনার ব্যয় নির্বাহ করা হবে মনোনয়ন বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকা থেকেই।
দুই প্রার্থীই নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তারা ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের নজরদারি কামনা করেছেন।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, “সভাপতি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা দ্বন্দ্ব রয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন