‘জামায়াতপন্থী মুয়াজ্জিন আজান দিতে পারবে না, ঈমাম নামাজ পড়াতে পারবে না’ বিএনপির হাবিব

নিজস্ব প্রতিবেদক, পাবনা
প্রকাশ: ১৭ মে, ২০২৫, ৬:৪৬
‘জামায়াতপন্থী মুয়াজ্জিন আজান দিতে পারবে না, ঈমাম নামাজ পড়াতে পারবে না’ বিএনপির হাবিব

চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ছবি - সংগৃহীত।

পাবনার আটঘরিয়ায় জামায়াতপন্থী কোনো মুয়াজ্জিন আজান দিতে এবং ঈমাম নামাজ পড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। শনিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়।

সেদিন বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে হাবিব বলেন, “দল যেটা সিদ্ধান্ত নেবে, সেটা নেবেই। তবে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই— আটঘরিয়ায় কোনো মসজিদে জামায়াতের মুয়াজ্জিন আজান দিতে পারবে না, কোনো ঈমাম নামাজ পড়াতে পারবে না। গত শুক্রবার দেবোত্তর বাজার জামে মসজিদে তালা মেরে লোকজনকে নামাজ পড়তে দেওয়া হয়নি— এটি অত্যন্ত ন্যাক্কারজনক।”

তিনি আরও বলেন, “তারা মিথ্যাচার করে, এদের পেছনে নামাজ হয় না। তারা স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দোসর, রগকাটা গ্রুপ। এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আটঘরিয়াবাসীকে আহ্বান জানাবো— এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

জামায়াতের অফিসে কোরআন ও হাদিস পোড়ানোর অভিযোগ প্রসঙ্গে হাবিব বলেন, “আমাদের কোনো নেতাকর্মী কোরআন পোড়ায়নি। তারা নিজেরাই কোরআন পুড়িয়েছে। বিএনপির কেউ কখনো কোরআন পোড়াতে পারে না— আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ বিএনপির নেতাকর্মীদের কোরআন পোড়ানোর ভিডিও প্রমাণ দিতে পারে, তাহলে সমস্ত দায়িত্ব আমি নেব।”

তিনি অভিযোগ করেন, “জামায়াতপন্থীরা আমাদের একশ’টি মোটরসাইকেল ভেঙেছে। এর ক্ষতিপূরণ তাদেরই দিতে হবে।”

বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।