যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডো: কেন্টাকি ও মিসৌরিতে নিহত অন্তত ২১

ছবি - সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ মে) এএফপি ও সিএনএনের খবরে বলা হয়, শুক্রবার রাতের ঝড় দুটি অঙ্গরাজ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, রাজ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “আমরা আজ ভোরে খুবই দুঃখজনক খবর দিয়ে দিন শুরু করছি। গত রাতের ঝড়ে অন্তত ১৪ জন মারা গেছেন। তবে দুঃখজনকভাবে আমরা আশঙ্কা করছি, সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে।” তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনার আহ্বান জানান।
অন্যদিকে, মিসৌরির কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেন্ট লুইস শহরেই পাঁচজন মারা গেছেন।
সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার সাংবাদিকদের বলেন, “আমাদের শহর শোকাহত। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা সত্যিই ভয়াবহ।”
কেন্টাকির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
আপনার মতামত লিখুন