ববি’তে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষিকা আহত

তামিম ইকবাল রাজু, ববি প্রতিনিধি :
প্রকাশ: ২৪ মে, ২০২৫, ৩:০৮
ববি’তে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষিকা আহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষিকা আহত হয়েছেন। আজ শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাসরুমের লেকচার টেবিলের ওপরে থাকা সিলিং ফ্যানটি হঠাৎ করেই খুলে পড়ে। শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিৎকারে শিক্ষিকা খাদিজা আক্তার সরে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফ্যানের পাখার আঘাতে তিনি আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন।

আহত শিক্ষিকাকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার বলেন, “তেমন বড় কোনো ক্ষত হয়নি, কেটে যায়নি, তবে আঘাতপ্রাপ্ত স্থানে ফোলাভাব দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন বলেন, আমি ঘটনাটি সম্পর্কে অবগত আছি। আগামীকাল সকল শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী, প্রতি দুই বছরে অন্তত একবার সিলিং ফ্যানসহ অবকাঠামোগত উপকরণগুলোর ফিজিক্যাল টেস্ট করার কথা। কিন্তু গত এক যুগে একবারও তা হয়নি। কেয়ারটেকারদের অবহেলাই এই দুর্ঘটনার জন্য দায়ী।

শিক্ষার্থীরা অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।