গল টেস্টে বাংলাদেশের উত্থান-পতন, প্রথম ইনিংসে ৪৯৫

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ৫:১০
গল টেস্টে বাংলাদেশের উত্থান-পতন, প্রথম ইনিংসে ৪৯৫

গল টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। তবে দিনের শুরুতেই শেষ উইকেট হারিয়ে ৪৯৫ রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। আগের দিনের বড় সংগ্রহের পরও মাত্র ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে কিছুটা হতাশায় দিন শেষ করে টাইগাররা।

দ্বিতীয় দিনের শুরুতে বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বল মোকাবিলায় ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। শান্তর সঙ্গে মুশফিকুর রহিমের ২৬৪ রানের জুটি ছিল বাংলাদেশের ইনিংসের মূল ভিত্তি। পরে মুশফিক খেলেন ৩৫০ বলে ৯ চারসহ ১৬৩ রানের চমৎকার ইনিংস। এই ইনিংস ছিল তার ক্যারিয়ারের সপ্তম দেড়শ ছাড়ানো স্কোর।

শান্ত-মুশফিক জুটির পর লিটন দাস করেন ৯০ রান, তবে সেঞ্চুরির আগে মিলান রত্নায়েকের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। শেষদিকে একে একে ফিরেছেন জাকের আলি (৮), নাঈম হাসান (১১), এবং তাইজুল ইসলাম (৮)। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নামা হাসান মাহমুদ ও নাহিদ রানা রান না করেই অপরাজিত থাকেন।

দিনের মাঝপথে বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ ছিল। তবে মাঠে ফিরে মুশফিক-লিটনের লড়াই কিছুটা আশা জাগালেও শেষ বিকেলের ধস বাংলাদেশকে ৫০০ রানের আগে থামিয়ে দেয়।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্ডো নেন ৪ উইকেট। মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের ঝুলিতে জমা পড়ে ৩টি করে উইকেট।

টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে শান্ত ও মুশফিকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় দলটি। দ্বিতীয় দিনে এই জুটি আরও শক্ত ভিত্তি গড়ে দিয়ে যান। তবে লোয়ার অর্ডারের ব্যর্থতায় শেষদিকে বাংলাদেশের ইনিংস কিছুটা ধাক্কা খায়।