রাজশাহীতে ৩১ দফা রূপরেখা প্রচারে বিএনপির গণসংযোগ

গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
সোমবার বিকেলে তিনি দেওপাড়া ইউনিয়নের দামকুড়া ইমামগঞ্জ, বাগাইল, কদমশহর, পালানপুর, ধরমপুর ও গুলাইফুলবাড়ি বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগকালে বিভিন্ন স্থানে পথসভাও করেন তিনি।
সুলতানুল ইসলাম তারেক জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সক্রিয় নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
পথসভায় তারেক বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি, দুঃশাসন ও দমন-পীড়নের মাধ্যমে ভেঙে দিয়েছে। রাষ্ট্রটিকে পুনর্গঠন করতে হলে আগে সেটিকে মেরামত করতে হবে। সেই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন।
তিনি আরও বলেন, এই রূপরেখার বাস্তবায়ন ছাড়া একটি গণতান্ত্রিক ও সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেন মানুষ তার হারানো অধিকার ফিরে পায়।
মনোনয়ন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে তারেক বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন চাওয়া সব কর্মীর অধিকার। বিএনপির দুঃসময়ে আমি তৃণমূলের পাশে থেকেছি, আজও আছি। কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির উদ্যোগ নিয়েছি, অসচ্ছল কর্মীদের পাশে দাঁড়িয়েছি। আমি আশাবাদী, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিলে দলের সিদ্ধান্ত আমার পক্ষেই আসবে।
গণসংযোগ ও পথসভায় আরও অংশ নেন—জিয়া পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, উপজেলা বিএনপির সদস্য ইনসাব আলী, জিয়া প্রজন্ম দলের নেতা গোলাম মুর্তজা দুলালসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগে অংশ নেওয়া নেতারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু ৩১ দফার প্রচারই নয়, দলীয় ঐক্য ও তৃণমূলের চেতনা জাগ্রত হচ্ছে, যা আন্দোলন ও নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।
আপনার মতামত লিখুন