সঞ্চয়পত্রে মুনাফার হার কমাল সরকার, আজ থেকে কার্যকর

জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় স্কিমে মুনাফার হার কমিয়েছে সরকার। সোমবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে সই করেন বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন। আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে নতুন মুনাফার হার কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯ দশমিক ৭২ শতাংশ। এ হার আগামী ছয় মাসের জন্য প্রযোজ্য থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় হার পুনঃনির্ধারণ করা হবে। তবে যেসব বিনিয়োগকারী ১ জুলাইয়ের আগে সঞ্চয়পত্র কিনেছেন, তারা পূর্ণ মেয়াদ পর্যন্ত আগের হারেই মুনাফা পাবেন।
মুনাফার হার কমানোর সিদ্ধান্ত যেসব স্কিমে প্রযোজ্য হয়েছে সেগুলো হলো—পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। প্রতিটি স্কিমেই বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ বহাল রাখা হয়েছে। প্রথম ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় ধাপে এর ওপরে বিনিয়োগকারীরা থাকবেন।
পরিবার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা এখন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯.৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন। আগে এই হার ছিল যথাক্রমে ১০.২০, ১০.৭২, ১১.২৮, ১১.৮৭ এবং ১২.৫০ শতাংশ। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পাবেন প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯, তৃতীয় বছরে ১০.৭০, চতুর্থ বছরে ১১.২৩ এবং পঞ্চম বছরে ১১.৮০ শতাংশ হারে মুনাফা।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯.৭৪, ১০.২১, ১০.৭২, ১১.২৬ এবং ১১.৮৩ শতাংশ। দ্বিতীয় ধাপে হার নির্ধারিত হয়েছে ৯.৭২, ১০.১৯, ১০.৭০, ১১.২৩ এবং ১১.৮০ শতাংশ। আগের হার অনুযায়ী সর্বোচ্চ মুনাফা ছিল ১২.৪০ শতাংশ পর্যন্ত।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপে বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ মুনাফা পাবেন। পূর্বে এই হার ছিল যথাক্রমে ১১.০৪, ১১.৬৫ এবং ১২.৩০ শতাংশ। দ্বিতীয় ধাপে নতুন হার নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০.৬০, ১১.১৬ এবং ১১.৭৭ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.৩২, তৃতীয় বছরে ১০.৮৪, চতুর্থ বছরে ১১.৩৯ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের জন্য হার অপরিবর্তিত থাকলেও আগের তুলনায় তা কম।
ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবেও মুনাফার হার কমানো হয়েছে। প্রথম ধাপে বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫, দ্বিতীয় বছরে ১১.২২ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ মুনাফা পাবেন। পূর্বে এই হার ছিল যথাক্রমে ১১.০৪, ১১.৬৫ এবং ১২.৩০ শতাংশ। দ্বিতীয় ধাপের হার নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০.৬০, ১১.১৬ এবং ১১.৭৭ শতাংশ।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে। তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে নতুন তারিখ অনুযায়ী হার কার্যকর হবে।
এর আগে সর্বশেষ ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এবার তা কমিয়ে সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ নির্ধারণ করা হলো। বিশ্লেষকদের মতে, সরকারের এই পদক্ষেপ সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আয় কমে যেতে পারে।
আপনার মতামত লিখুন