যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

বিশ্ববিখ্যাত ধনকুবের, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি জানান, দলটির নাম “আমেরিকা পার্টি”। এই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির প্রচলিত দুইদলীয় কাঠামোর বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন মাস্ক।
মাস্ক লেখেন, আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে। তবে দলটি এখনো যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কি না, বা এর সাংগঠনিক কাঠামো কেমন হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের দূরত্ব তৈরি হয়। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থক হিসেবে পরিচিত মাস্ক তাঁর বাজেট পরিকল্পনার সমালোচনা করেন এবং ‘বিগ বিউটিফুল বিল’ নামের একটি আইনকে ঘিরে বিতর্ক শুরু হয়। এই আইনে ব্যাপক করছাড় এবং বিলিয়ন ডলারের সরকারি ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে, যা আগামী এক দশকে বাজেট ঘাটতি ৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
ট্রাম্প প্রশাসনের সময় মাস্ককে দেওয়া হয়েছিল নতুন একটি সরকারি বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DoGE)-এর দায়িত্ব। বাজেটে কাটছাঁট ও অপচয় চিহ্নিত করাই ছিল এই দপ্তরের কাজ। তবে মে মাসে মাস্ক পদত্যাগ করেন এবং তখন থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিতে থাকেন।
এক্স-এ চালানো এক জরিপে মাস্ক জানতে চান, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি না। সেখানে ২:১ ব্যবধানে মানুষ নতুন রাজনৈতিক দল চায় বলে মত দেন। সেই ফলাফল উল্লেখ করেই মাস্ক বলেন, মানুষ একটি নতুন রাজনৈতিক দল চায়— এবং তারা সেটা পেতে যাচ্ছে।
মাস্কের এই ঘোষণাকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় বাঁক পরিবর্তন হিসেবে দেখছেন। তবে এই দলের আদর্শ, কর্মপদ্ধতি ও নির্বাচনী পরিকল্পনা কী হবে, তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
আপনার মতামত লিখুন