বিডার আন্তর্জাতিক যাত্রা শুরু চীন দিয়ে, ঘোষণা দিলেন চেয়ারম্যান

আশিক মাহমুদ বিন হারুন
চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম আন্তর্জাতিক অফিস খোলার পরিকল্পনা করছে সরকার। এটি বাস্তবায়িত হলে হবে বিডার প্রথম বৈদেশিক কার্যালয়। বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, বাংলাদেশের দক্ষ ও শক্তিশালী শ্রমশক্তিকে আন্তর্জাতিকভাবে কাজ করা চীনা কোম্পানিগুলোর সঙ্গে সংযুক্ত করতে হবে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, গত বছরের আগস্টে ২০টি চীনা কোম্পানির সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাদের সম্মিলিত বিনিয়োগ প্রতিশ্রুতি কয়েক বিলিয়ন ডলারের বেশি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে সুরক্ষা সহযোগিতার অংশ হিসেবে একটি ত্রিপক্ষীয় ফোরামের আলোচনাও চলছে। এ নিয়ে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বেশি ভুক্তভোগী চীন। তবে বাংলাদেশ এ ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট সক্ষমতা রাখে।
সেমিনারে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও ভবিষ্যৎ বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনে বিডার অফিস চালু হলে তা দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন দ্বার উন্মোচন করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন