সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) রাত সোয়া ১টার দিকে সীমান্ত পিলার নম্বর ১২১৬ এর কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে। বিজিবির দাবি, শফিকুল চোরাকারবারি চক্রের সদস্য।
স্থানীয়রা জানান, গরু পারাপারের সময় বিএসএফ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চোরাকারবারিরা উদ্ধার করে রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই করে মৃত ঘোষণা করেন।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়া দিয়ে ১০ থেকে ১২ জন বাংলাদেশি যুবক গরু আনতে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের বাধা দেয়।
একপর্যায়ে চোরাকারবারিরা বিএসএফকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার থেকে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ। চোরাকারবারিরা তাতে পিছু না হঠায় তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন শফিকুল। পরে সহযোগী চোরাকারবারিরা আহত শফিকুলকে নিয়ে দেশে ফিরে তার পরিবারের কাছে তাকে রেখে তারা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে শফিকুল মারা যান।
অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন