ক্যারম খেলায় পেশাদারিত্ব আনতে প্রশিক্ষণ, ঘোষণা জুলাই স্মৃতি টুর্নামেন্টের

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নিয়মে ক্যারম আম্পায়ার্স প্রশিক্ষণ কোর্স। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রশিক্ষণার্থীরা।
কোর্স শেষে অংশগ্রহণকারী আম্পায়ারদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও সরকারের যুগ্ম সচিব এ.এফ.এম এহতেশামুল হক তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি কে.জি হুমায়ুন কবির ও মো. নাজমুল হাসান সুমন, সাধারণ সম্পাদক আবু তৈয়ব মো. হাসান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক এবং ক্যারম আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কনভেনার মো. সোলাইমান খান, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস আখতার, মো. খোরশেদ আলম ভূঁইয়া এবং ওবেজেড এম. গোলাম মোতাকাব্বের জাহাঙ্গীর।
সভাপতি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের এই প্রশিক্ষণ কর্মসূচিকে স্বাগত জানান। তিনি বলেন, দেশে পেশাদার ক্যারম আম্পায়ার গড়ে তোলার জন্য নিয়মিত দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে তিনি জানান, আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখে আন্তর্জাতিক নিয়মে “জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট ২০২৫” আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্যারম ফেডারেশন, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
এদিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
জাফরুল আহসান, হযরত আলী, তাহমিনা হক, ইসরাত জাহান চৌধুরী, হাসনাইন সাজ্জাদী, তাসলিমা তাহের তানিয়া, সাজ্জাদ হোসেন চৌধুরী, মাহফুজুর রহমান সরকার, মো. মোরশেদ আলম, ননীগোপাল দাস চৌধুরী, মো. শাহ আলম প্রিন্স, চৌধুরী সাফওয়ান শাহীর, সাদাব সিফার, আসাদুজ্জামান আসাদ, মো. শাহরিয়ার রহমান দিগন্ত, রুমী চৌধুরী, ওসমান গনি, মো. আবদুর রৌফ তালুকদার, মো. মাসুদ রানা, সফিকুল ইসলাম ইমন, মো. মনিরুল হক, আবদুল বাসার বিশ্বাস, সাইফুল ইসলাম জাইদ, সৈয়দা বিথী এবং মুনীর প্রমুখ।
ক্যারম খেলায় পেশাদারিত্ব বাড়াতে এই প্রশিক্ষণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন