বরিশাল মডেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ

মোঃ রানা সন্যামত, বরিশাল ব্যুরো:
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ৫:১৮
বরিশাল মডেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা সচিব বরাবর লিখিত আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. মাসুদ হাওলাদার।

শিক্ষা সচিবের কাছে দাখিলকৃত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৭ জুলাই বরিশালের স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তিনি অভিযোগপত্র দাখিল করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করে বিভাগীয় মামলা রুজু ও বর্তমান পদ থেকে বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে অ্যাডভোকেট এম. মাসুদ হাওলাদার বলেন, আমি জনস্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করেছি। একটি সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, আবেদনের অনুলিপি দুদকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছেও প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বরিশালের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে শীর্ষক সংবাদ প্রকাশিত হলে তা অ্যাডভোকেট মাসুদ হাওলাদারের নজরে আসে এবং তিনি ১৪ জুলাই শিক্ষা সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।