অসুস্থ বাবাকে দেখা হলো না ছেলের, লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৩ জন

সিয়াম সাদিক, বগুড়া ব্যুরো:
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ৩:২৭
অসুস্থ বাবাকে দেখা হলো না ছেলের, লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৩ জন

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা-বাবা ও সন্তানসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের ছাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮), তার স্ত্রী নাসরিন আক্তার (২৭) এবং সন্তান আবু হুরাইরা (১৪)। বিষয়টি নিশ্চিত করেছেন কালেরপাড়া ইউপি সদস্য আব্দুর রশিদ। অপর দুইজনের একজন ছিলেন অপর যাত্রী এবং অপরজন সিএনজি চালক।

জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজীপুর এলাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। তার বাবা ছাবেদ আলী অসুস্থ হওয়ায় ঘটনার দিন জাহিদুল পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে মাওনা থেকে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি যাত্রীদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, চালকসহ নিহত ৫ জনের মধ্যে ৩ জন একই পরিবারের। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।