চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ৫:১৫
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন হল এলাকার একটি নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার হাসান, সুবর্ণচরের ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, দুপুর সাড়ে ১২টার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপরজন, রাশেদ, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মো. আরিফ নামে এক সহকর্মী জানান, ভবনের উপরতলায় কাজ করার সময় তিন শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় তিন শ্রমিক মারা গেছেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কীভাবে তারা পড়ে গেলেন, তা তদন্তের পর জানা যাবে।