এনসিপি কিশোর গ্যাং তৈরি করে, বিএনপি নেতা সৈয়দ শাহীন শওকত

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ৬:২৮
এনসিপি কিশোর গ্যাং তৈরি করে, বিএনপি নেতা সৈয়দ শাহীন শওকত

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে রাজশাহীতে মৌন মিছিল ও স্মরণসভা করেছে জাতীয়তাবাদী কৃষকদল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৪টায় নগরীর বাটার মোড় থেকে একটি মৌন মিছিল শুরু হয়। শোকের প্রতীক কালো ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শাহীন শওকত বলেন , এনসিপি কিশোর গ্যাং তৈরি করে বেয়াদবি শিখাচ্ছে, তারা যেমন বেয়াদব তেমন বেয়াদবী শেখাচ্ছেন।

“২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদরা দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন। তাঁদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো রাজপথ ছাড়বে না।”

বক্তারা আরও বলেন, “গণতান্ত্রিক অধিকার হরণ ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সেই প্রেরণা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।”

জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তের সভাপতিত্বে এবং সদস্য সচিব আকুল হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

অনুষ্ঠানে জেলা ও মহানগর কৃষকদলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের রক্তঋণ শোধে আরও দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।