ফেনী মুক্ত বাজার দখল মুক্ত হয়ে নির্মিত হবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাধারণ মানুষের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে সরকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং শহীদদের প্রতি সম্মান জানাতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে।
ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিনের সরকারি দখলকৃত জমি উদ্ধার করে সেখানে এই স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের একটি চৌকস টিম ১৭ বছর ধরে অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করে স্মৃতিস্তম্ভ নির্মাণের পথ প্রশস্ত করে। জানা যায়, এই জমি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের একটি গোষ্ঠী কাঁচা সবজির বাজার হিসেবে ব্যবহার করে আসছিল।
মহিপালে অবস্থিত ১,৬০০ স্কয়ার ফুট জায়গায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত বুধবার এই এলাকায় অবস্থিত অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। আগামী ৫ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া শহরের মহিপাল এলাকায় “জুলাই স্মৃতি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প” নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতি বছর জুলাই শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর রীতি চালু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন