জামায়াত কখনো বাংলাদেশের মঙ্গল চায়নি, এখনও চায় না: শফিকুল হক মিলন

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধি :
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ৫:৪৬
জামায়াত কখনো বাংলাদেশের মঙ্গল চায়নি, এখনও চায় না: শফিকুল হক মিলন

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনী ব্যবস্থাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার বিকেলে রাজশাহীর কেশরহাট পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, পিআর পদ্ধতি অবাস্তব ও অগণতান্ত্রিক। এতে ভোটার যার নাম ভোট দেন, তিনিই নির্বাচিত হবেন না এমন একটা প্রহসনের নির্বাচন চায় জামায়াত। তারা এখন প্রার্থী মনোনয়ন দিচ্ছে, প্রচারণাও চালাচ্ছে।

বিএনপির নির্বাচনকেন্দ্রিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা যখন নির্বাচনের রোডম্যাপ দিই, তখন কিছু দলের গাত্রদাহ শুরু হয়। অথচ বিএনপি চারবার দেশের জনগণের ভোটে ক্ষমতায় গেছে।

১৯৮৬ সালের নির্বাচনের উদাহরণ টেনে মিলন বলেন, সেবার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও পরে শেখ হাসিনা ও জামায়াত নির্বাচনে অংশ নেয়। অথচ তার আগে শেখ হাসিনা বলেছিলেন, এই সরকারের অধীনে যে নির্বাচন করবে সে জাতীয় বেইমান; জামায়াত বলেছিল, সে হবে মুনাফেক। তাহলে এখন বেইমান ও মুনাফেক কে, সেটি জনগণ জানে।

স্বাধীনতা বিরোধী শক্তির প্রসঙ্গে মিলন বলেন, যারা আজ বিএনপিকে নিয়ে কটূক্তি করে, তারাই একসময় পাকিস্তানের পক্ষে ছিল। জামায়াত কখনো বাংলাদেশের কল্যাণ চায়নি, এখনো চায় না। তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। এদের থেকে সতর্ক থাকতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই দেশ কারও খেলার মাঠ নয়। এই মাটিতে কেউ ছিনিমিনি খেলতে পারে না। আমাদের লাখো নেতাকর্মী গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছেন। তাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।

সমাবেশের শেষদিকে মিলন বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

সভায় সভাপতিত্ব করেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, জেলা কমিটির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।