আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ২:০৬
আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

ফাইল ছবি।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ হলো ‘শাহী চাঁদাবাজ’, আর বিএনপি ‘ছ্যাঁচড়া চাঁদাবাজ’। তারা মুচির কাছেও যায়, ঋষির কাছেও যায়, টেম্পোস্ট্যান্ডেও যায়, তাদের কাছে দেশ ও রাজনীতি নিরাপদ নয়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের মূল পার্থক্য কাঁটাতারের নয় আদর্শ আর নীতির। বাংলাদেশ মুসলমানদের দেশ, সেটাই সবচেয়ে বড় পার্থক্য। যদি ইসলামকে ধ্বংস করা যায়, তাহলে কিছু চাটুকার আর দালালের মাধ্যমে একদিন এ দেশকেও সিকিমের মতো ভাগিয়ে নেওয়া হতে পারে।

তিনি অভিযোগ করেন, ভারতের মানচিত্রে ইতোমধ্যে বাংলাদেশকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জন্য সবাইকে সতর্ক হতে হবে।

তিনি বলেন, “দুই নম্বর নেতার হাতে দিয়ে দেশ এক নম্বর হতে পারে না। মানুষ বারবার নৌকা, লাঙল, ধানের শীষ পরীক্ষা করেছে সব ব্যর্থ হয়েছে। একবার হাতপাখা পরীক্ষা করে দেখুন না। আমরা একবারই পরীক্ষা চাই। ফেল করলে আর পরীক্ষার হলে যাব না।”

ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য রাখেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ।

ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি: মামুনুল হক