ল্যাটিন আমেরিকার ওয়েব ফেস্টিভ্যালে বিচারক বাংলাদেশি নির্মাতা

নির্মাতা সাদেক সাব্বির
বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সাদেক সাব্বির প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকার শীর্ষ ওয়েব ফিল্ম উৎসব Rio WebFest ২০২৫ -এ টেকনিক্যাল জুরি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক, কারণ এই প্রথমবার দেশের কোনো নির্মাতা বিচারক হিসেবে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছেন।
রিও ওয়েবফেস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয় এবং এটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ওয়েব সিরিজ উৎসবগুলোর অন্যতম। অনলাইন কনটেন্ট ও স্বাধীন নির্মাতাদের কাজকে বৈশ্বিক মানদণ্ডে মূল্যায়ন করাই এই উৎসবের লক্ষ্য। উৎসবটি ২০২৫ সালে তাদের ১১তম আসর উদযাপন করতে যাচ্ছে।
ব্রাজিলের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এ উৎসব।
বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে প্রতিবছর জমা পড়ে হাজারের বেশি ওয়েব সিরিজ, যার মধ্যে প্রায় ৩০০টি প্রোডাকশন অংশ নেয় ৮০টিরও বেশি ক্যাটাগরিতে।
বিজয়ীদের দেওয়া হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরস্কার।
সাদেক সাব্বির বাংলাদেশের একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতা। তিনি শর্টফিল্ম, ডকুমেন্টারি ও ওয়েব প্রজেক্ট পরিচালনা করে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন।
সম্প্রতি তিনি UNDP Award ২০২৪ অর্জন করেছেন জেন্ডার বেইজড ভায়োলেন্স বিষয়ক কাজের জন্য। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার মনোনীত হয়ে সরকারি আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
আপনার মতামত লিখুন