বিমান দুর্ঘটনা: জাবি শিক্ষার্থীদের মশাল মিছিল, ছয়দফায় সংহতি

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার প্রতিবাদে ও শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিলটি শুরু হয়ে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি ‘কাঠামোগত হত্যাকাণ্ড’। তাদের দাবি, বিমান বিধ্বস্তের পেছনে রয়েছে রাষ্ট্রীয় অব্যবস্থা ও চরম অবহেলা। বক্তারা দোষীদের শাস্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী বলেন, যে শিশুরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত, আজ তাদের নিথর দেহ ফেরত এসেছে। টিফিনবক্স এসেছে, কিন্তু শিশুরা ফেরেনি। এটি দুর্ঘটনা নয়, কাঠামোগত হত্যাকাণ্ড। রানা প্লাজা, বেইলি রোড—প্রতিটি ঘটনার পেছনে রাষ্ট্রীয় ব্যর্থতা ছিল। আজও তারই পুনরাবৃত্তি।
তিনি আরও বলেন, জুলাই মাস এখনো শেষ হয়নি, আর কত মৃত্যু দেখলে রাষ্ট্র জবাব দেবে? প্রকৃত স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি জানান, মাইলস্টোন কলেজ ট্র্যাজেডির প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করতে হবে, দায়ীদের বিচারের আওতায় আনতে হবে, আর সেনা-পুলিশি নিপীড়নের অবসান নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন