শাবনূরের নাম ব্যবহার করে প্রতারণা, ফেসবুক পেজ ভেরিফায়েড করে নিয়েছে চক্রটি

চিত্রনায়িকা শাবনূর
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র ফেসবুকে একটি ভেরিফায়েড পেজ পরিচালনা করছে। বিষয়টি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন এই বরেণ্য অভিনেত্রী। শুক্রবার (২৫ জুলাই) সকালে পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে লিংক ও স্ক্রিনশট পাওয়ার পর তিনি নিশ্চিত হন যে, এটি তার নামে পরিচালিত একটি ভুয়া পেজ।
শাবনূর জানান, “পেজটি ভেরিফায়েড হলেও এটি ভুয়া। অথচ সেখানে দেওয়া সব তথ্যই আমার সঙ্গে মিল আছে। এটি খুবই চিন্তার বিষয়। যারা এই কাজটি করেছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। আমার নাম ব্যবহার করে তারা যে কোনো ধরনের অপকর্ম করতে পারে বা ইতিমধ্যেই করে ফেলেছে—এমনটাও হতে পারে।”
তিনি আরও বলেন, “আমার ধারণা, এই চক্রের কাছে আমার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। না হলে তারা পেজটি ভেরিফায়েড করতে পারত না।”
প্রতারণার বিষয়টি জানার পর আইনি পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছেন শাবনূর। তিনি জানিয়েছেন, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগে বিষয়টি অবহিত করবেন।
শাবনূরের ভাষায়, “আমি নিশ্চিত হয়েছি, এই ভুয়া পেজটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করছি, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।”
তিনি জানান, ভুয়া পেজটির ফলোয়ার সংখ্যা ইতোমধ্যে ৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। কৌশল করে তার আসল অ্যাকাউন্ট ও পেজে দেওয়া পোস্টগুলো হুবহু কপি করে দেওয়া হচ্ছে ওই ভুয়া পেজে, যাতে মানুষ বিভ্রান্ত হয়। শাবনূরের আশঙ্কা, “পেজটি যেহেতু ভেরিফায়েড, অনেকেই এটিকে আমার আসল পেজ ভেবে বিশ্বাস করতে পারেন। এরপর আমার নামেই অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হলে আমি দায়ী নই, অথচ লোকজন আমাকে দায়ী করবে।”
এছাড়া ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাবনূর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এবং তার একমাত্র সন্তান আইজান নিহান সেখানে পড়াশোনা করছে।
আপনার মতামত লিখুন