আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

মনির মন্ডল, সাভারঃ
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ১২:১০
আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

আশুলিয়ায় একটি বাসাবাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিন্টু (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। তারা আশুলিয়ার রণস্থল বটতলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেড কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরে বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বাড়ির মালিক নজরুল ইসলাম বলেন, মিন্টু ও ববিতা দুজনেই একই কারখানায় কাজ করতেন। মিন্টু সিগারেট খাওয়ার জন্য বারান্দার রান্নাঘরে যান। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই তার শরীরে আগুন লেগে যায়। ওই সময় ববিতাও কাছাকাছি ছিলেন। তার শরীরেও আগুন লাগে। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরে জমে ছিল। তবে কোনো বিস্ফোরণ হয়নি এবং রান্নাঘরের তেমন কোনো ক্ষতিও হয়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, রবিবার রাত ৯টার দিকে দগ্ধ মিন্টু ও ববিতাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ ও ববিতার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।