বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ১২:১৯
বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি অব্যাহত বৈষম্যের প্রতিবাদে এবং তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহীর বিএমডিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েটের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এ সময় বৈষম্যের কোনো স্থান নেই, প্রকৃত প্রকৌশলীর অধিকার ফিরিয়ে দাও এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

  1. নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে।

  2. প্রকৌশলী পদে নিয়োগ পেতে চাইলে ডিপ্লোমাধারীদের বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে।

  3. দশম গ্রেডে নিয়োগের ক্ষেত্রেও সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের অস্থায়ীভাবে প্রকৌশল পদে দায়িত্ব দিয়ে প্রকৃত ইঞ্জিনিয়ারদের বঞ্চিত করা হচ্ছে। তারা বলেন, বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পরিচয় দিলে তা বিভ্রান্তিকর এবং দুঃখজনক।

সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।