জুলাই গণঅভ্যুত্থানের বর্বরতা, কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে : তারেক রহমান

মনির মণ্ডল, সাভার :
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ১:২৯
জুলাই গণঅভ্যুত্থানের বর্বরতা, কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে : তারেক রহমান

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের সঙ্গে যে অমানবিকতা ও নৃশংসতা হয়েছে, তা ইতিহাসের বর্বরতম অধ্যায় বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, লাশ পোড়ানো, লাশের সঙ্গে অমানবিক আচরণ—এসব নির্মমতা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে আশুলিয়ায় বিএনপির ‘আমাদের কথা আমরাই বলবো’ শীর্ষক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই মাসে রাষ্ট্রীয় মদদে গণহত্যা চালানো হয়েছিল। সবচেয়ে বেশি প্রাণ গেছে শ্রমিক শ্রেণির। বিশেষ করে সাভার-আশুলিয়ার শ্রমিকদের লক্ষ্য করে নির্লজ্জ গণহত্যা চালানো হয়। শুধু হত্যা করেই থেমে থাকেনি, নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে—এ এক নিষ্ঠুর দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, ৫ আগস্ট যেদিন ফ্যাসিস্টদের পলায়নের সূচনা হয়, সেদিনও আশুলিয়ায় রক্ত ঝরছিল। অথচ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা কেউ সরকারি চাকরি বা পার্সোনাল লাভের জন্য রাস্তায় নামেননি। তারা ছিলেন শ্রমজীবী মানুষ—ভ্যানচালক, গার্মেন্টস শ্রমিক, রিকশাচালক, দিনমজুর।

তারেক রহমান প্রশ্ন তোলেন, তাহলে কেন এই মানুষগুলো জীবনবাজি রেখে রাস্তায় নেমেছিলেন? কারণ তারা বুঝেছিল, রাষ্ট্রযন্ত্র যখন ফ্যাসিস্টের দখলে চলে যায়, তখন কোনো ন্যায্য অধিকার দাবি করা যায় না। গণতন্ত্রহীন রাষ্ট্রে শ্রমজীবী মানুষের জন্য বেঁচে থাকাও একটা লড়াইয়ে পরিণত হয়।

সভায় তিনি আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, শ্রমিকদের রক্ত বৃথা যাবে না। এই গণআন্দোলনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।