২ কেজি গাঁজাসহ আটক ৩
ডেস্ক নিউজ
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৯

পিরোজপুর প্রতিনিধি :
মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ৩ জনকে আটক করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা।
আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকেল ৫ টায় ভান্ডারিয়া চরখালী রোড থেকে ২ কেজি গাঁজা সহ চরখালীর আ: হাকিম জমাদ্দারের ছেলে মোঃ সাইদুল ইসলাম সাঈদ (৪০) ও মুজিবুর রহমানের ছেলে ভারত রাকিব হাসান (২৩) এবং ময়মনসিংহের আজিজুল হকের ছেলে রহতউল্লাহ (২০) কে ২ কেজি গাঁজাসহ আটক হয়।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ মুকিত হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ভান্ডারিয়া চরখালী রোডের চেকপোস্ট পরিচালনা করে ২ কেজি গাজা সহ তিনজনকে আটক করে। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১ লাক্ষ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন