অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ৪:০৮
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ রানাকে পরাজিত করে পেয়েছেন ৩১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু জয়ী হয়েছেন। তিনি ৩৩২ ভোট পেয়ে অভিনেতা শাহেদ শরীফ খানকে হারান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত ৯টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

নির্বাচনে মোট ২১টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন।

বিজয়ী অন্যরা হলেন:

সহ-সভাপতি: আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু, শামস সুমন

যুগ্ম সাধারণ সম্পাদক: সুজাত শিমুল, রাজিব সালেহীন

সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা মিঠু

অনুষ্ঠান সম্পাদক: এম এ সালাম সুমন

আইন ও কল্যাণ সম্পাদক: সূচনা সিকদার

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুকুল সিরাজ

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আর এ রাহুল

অর্থ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়): নূর এ আলম নয়ন

দপ্তর সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়): তানভীর মাসুদ

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ শিপলু, রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে ছিলেন বিশিষ্ট অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

পরাজিত প্রার্থীরা চাইলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২২ এপ্রিল।