আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনায়: ফেসবুক বিবৃতিতে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ মে, ২০২৫, ১০:১৭
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনায়: ফেসবুক বিবৃতিতে সরকার

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে বিক্ষোভের মধ্যে মুখ খুলেছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই দাবি সরকার ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে।

বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা সন্ত্রাস ও স্বৈরশাসনের অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা শুরু করেছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিবেদনকেও আমলে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।

সরকারের বিবৃতিতে আরও বলা হয়, “জনদাবির প্রতি সম্মান জানিয়ে ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।” পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে যমুনার সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই আন্দোলন ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এ বিক্ষোভে গণজমায়েত বেড়েই চলেছে।