একদফা দাবিতে পিরোজপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলন

চাকরি জাতীয়করণের একদফা দাবিতে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (১০ মে) বেলা ১১টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছিলেন। বিএনপি আবার ক্ষমতায় এলে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।”
সম্মেলনে বক্তারা চাকরি জাতীয়করণের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। বক্তৃতায় বক্তারা শিক্ষাখাতে জাতীয়করণকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন।
সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহ আলম এবং সঞ্চালনায় ছিলেন মো. সিরাজুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন