কয়েকটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ৭:২২
কয়েকটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

 

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা হিসাবে কয়েকটি দুর্বল ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিয়েছে। নগরীর বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গভর্নর এ কথা বলেন।

 

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গ্রাহকের টাকা উত্তোলনের সুবিধাথের্, আমরা কয়েকটি ব্যাংকের সাময়িক নগদ ঘাটতি মেটাতে তারল্য সহায়তা প্রদান করেছি। আমরা স্বল্প সময়ের জন্য দুর্বল ব্যাংকগুলিকে অর্থ সহায়তা দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের বিলের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত তহবিল উত্তোলনের মাধ্যমে এই অর্থ সমন্বয় করার একটি পরিকল্পনাও আমাদের রয়েছে।’

 

মনসুর বলেন, ব্যাংকিং নিয়ন্ত্রক এখন এসব দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়ে সহায়তা করছে, যাতে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পেতে পারে। তিনি বলেন, ব্যাংকে গচ্ছিত সমস্ত অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। আতঙ্কিত হওয়ার বা অপ্রয়োজনীয় উত্তোলনের কোনও কারণ নেই। ব্যাংকে আমানতকারীদের টাকা নিরাপদ। তিনি বলেন, ‘আপনি আপনার টাকা যে ব্যাংকেই রাখুন না কেন, তা নিরাপদ থাকবে, কোনো সমস্যা হবে না। যত টাকা প্রয়োজন তত টাকা তুলে নিন। আমানতকারীদের জন্য টাকা উত্তোলন নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের মাথাব্যথা।’ কেন্দ্রীয় ব্যাংক আগের মতোই কঠোর মুদ্রানীতি বজায় রাখবে বলেও তিনি জানান।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আমরা বাজারকে অস্থিতিশীল করব না। অতিরিক্ত তারল্য যাতে বাজারে মুল্যস্ফীতির চাপ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন ধরনের বন্ডের মাধ্যমে প্রতিরোধমুলক ব্যবস্থা নেওয়া হবে।’