গলাচিপায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীরা, ছবি- জহিরুল ইসলাম চয়ন / নিউজনেক্সট
গলাচিপায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং পেশাগত কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”
সভায় গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন বলেন, “আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, সংস্কৃতি, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনার কথা আমরা ইউএনও মহোদয়ের কাছে তুলে ধরেছি। গলাচিপার সাংবাদিকরা সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে সাংবাদিকদের তথ্য সংগ্রহে সহযোগিতা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জসীমউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি হাফিজ উল্লাহ, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, শিশির হাওলাদার প্রমুখ।
মতবিনিময় শেষে ইউএনও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলা প্রশাসন সব সময় গণমাধ্যমের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী। এরপর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন