গোপালগঞ্জে সহিংসতা: বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জামায়াতের প্রশ্ন

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ৯:০৫
গোপালগঞ্জে সহিংসতা: বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জামায়াতের প্রশ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অনুপস্থিত ছিল এমন মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,

  গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা চালিয়েছে পতিত আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী বাহিনী। এ কর্মসূচির আগে এনসিপি নেতারা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা চাইলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি দেখা যায়নি। এ ধরনের নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন এলাকা নয়, এটি বাংলাদেশেরই অংশ। প্রশাসনের দায়িত্ব দেশের প্রতিটি অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা করা।

পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী দুর্বৃত্তরা কেবল এনসিপি নেতাকর্মীদের ওপরই হামলা চালায়নি, বরং তারা ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিবৃতিতে তিনি দাবি করেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। কিন্তু এখনও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি। আজকের হামলা তারই ধারাবাহিকতা।

পরওয়ার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছিল। সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ হয়। পরে ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িতেও হামলা চালানো হয়। বেলা পৌনে ২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে প্রথম দফায় হামলা হয়। সমাবেশ শেষ করে বের হওয়ার সময় এনসিপি নেতাদের গাড়ি বহরে দ্বিতীয় দফা হামলা হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহরটি। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন।

গোপালগঞ্জ যাওয়া কতটা যুক্তিসঙ্গত ছিল? — প্রশ্ন তুললেন ছাত্রদলের নাছির

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষে নিহত চার

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির বিবৃতি