জনপ্রিয় কৌতুকশিল্পী ফিশ ভেঙ্কটের জীবননাট্যে করুণ প্রস্থান
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ৩:৫২

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী ফিশ ভেঙ্কট শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) হায়দরাবাদের একটি হাসপাতালে ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ চার বছর ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা।
চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও পরিবারের পক্ষে প্রায় ৫০ লাখ টাকার ব্যয় বহন করা সম্ভব হয়নি।
দুই দশকের বেশি সময় ধরে তেলেগু চলচ্চিত্রে কাজ করেছেন ফিশ ভেঙ্কট। হাস্যরসাত্মক চরিত্রে তার সংলাপ বলার অনন্য ভঙ্গি এবং অভিনয়ের ধরন তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। তবে জীবনের শেষ প্রান্তে এসে জনপ্রিয় এই শিল্পীকে লড়তে হয়েছে চিকিৎসা খরচের মতো মৌলিক প্রয়োজন নিয়ে।
সম্মানজনক ক্যারিয়ার থাকা সত্ত্বেও অর্থাভাবে চিকিৎসা না পেয়ে চলে যেতে হলো এই অভিনেতাকে।
আপনার মতামত লিখুন