সংস্কার বিষয়ে মতামত প্রদান ও আলোচনার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
এ লক্ষ্যে আগামীকাল রবিবার বিকালে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে জেএসডির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জেএসডি কর্তৃক প্রেরিত মতামত ও সংস্কার কমিশনসমূহের প্রতিবেদনের অন্যান্য সুপারিশ বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপনের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব , স্থায়ী কমিটির সদস্য এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এডভোকেট কে এম জাবির, মোহাম্মদ তৌহিদ হোসেন, কামাল উদ্দীন পাটোয়ারী এবং উপদেষ্টা ডা. হেলালুজ্জামান আহমেদ।
আপনার মতামত লিখুন